ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের

ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের

ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারল স্বাগতিক ভারত। মঙ্গলবার ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলের বিপক্ষে আহমেদাবাদে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।ঠিক একদিন পর বুধবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ঘরের মাঠ লখনউয়ে হেরে যায় মিথিলা রাজের নেতৃত্বাধীন দলটি।

এদিন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ খেলায় হেরে যায় স্বাগতিক ভারত। ৫ উইকেটের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সুন লুইসের নেতৃত্বাধীন দলটি। 

এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা।  বুধবার লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে সিরিজের শেষ খেলায় টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারত অধিনায়ক মিথিলা রাজের একার লড়াইয়ে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৮৮ রানে ইনিংস গুটায়। দলের হয়ে ১০৪ বলে ৮টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৭৯ রান করেন মিথিলা রাজ। এছাড়া ৩০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন হরমনপ্রীত কৌর। দক্ষিণ  আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাদিয়া ডি ক্লার্ক। 

টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী দল। চতুর্থ উইকেটে আন্নি বোসকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন মিগনন ডু প্রেস। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ফেরেন তারা। ৭০ বলে ৮টি টারের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৮ রান করে আউট বোস। ১০০ বলে ৫৭ রান করেন মিগনন। ষষ্ঠ উইকেট জুটিতে নাদিন ডি ক্লার্ককে সঙ্গে নিয়ে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মারিয়ান কিপ।  

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৯.৩ ওভারে ১৮৮/১০ (মিথিলা ৭৯*, হরমনপ্রীত ৩০)।
দক্ষিণ আফ্রিকা: ৪৮.২ ওভারে ১৮৯/৫ (আন্নি বোস ৫৮, মিগনন প্রেস ৫৭, মারিজান কিপ)।

মন্তব্যসমূহ (০)


Lost Password