সিরিজের তৃতীয় টেস্ট শুরু করে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভরাডুবি হলেও বোলিংয়ে ঠিকই নিজেদের ঝলক দেখালো সফরকারী দল।
ভারতকে বেশিদূর এগোতে দেয়নি ইংলিশরা। জো রুট-জ্যাক লিচদের ঘূর্ণির সামনে ৫৩.২ ওভারে প্রথম ইনিংসে ১৪৫ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলিরা। ৩ উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল ভারত। স্বাগতিকরা এগিয়ে আছে ৩৩ রানে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শুরু করে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করতেই শেষ ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া। তার মধ্যে রুট ৬.২ ওভারে ৮ রান খরচে প্রথমবারের মতো টেস্টে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ অধিনায়কদের মধ্যে বব উইলিসের (১৯৮৩ সালে) পর এবারই প্রথম এই কীর্তি গড়লেন রুট। এছাড়া লিচ নিয়েছেন ৪ উইকেট।
৪ টেস্ট সিরিজে দু’দল সমতায় আছে ১-১ ব্যবধানে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন