ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছেন নাসির

ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছেন নাসির

ব্যাট হাতে পেলেন দারুণ এক সেঞ্চুরি, এরপর বোলিংয়ে আলো ছড়িয়ে নিলেন ৪ উইকেট। সোজা কথায়, জাতীয় ক্রিকেটে লিগের প্রথম রাউন্ডেই বাজিমাত নাসির হোসেনের। একদিনে ব্যাট-বল হাতে এত প্রাপ্তি, বলার অপেক্ষা রাখে না সামনের দিনগুলোও এমন স্মরণীয় করে রাখতে চাইবেন এই অলরাউন্ডার।

নিজের প্রত্যাবর্তনের ম্যাচটি আলোকিত করে রাখলেন নাসির। রংপুরের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ১১৫ রানের ইনিংস। এরপর বল হাতে ঢাকাকে গুঁড়িয়ে দেওয়ার পথে নিয়েছেন ৪ উইকেট। নাসিরের অলরাউন্ডস পারফরম্যান্সে রংপুরের সামনে জয়ের হাতছানি। প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে জাকির হাসানের সেঞ্চুরিতে প্রতিরোধ গড়েছে সিলেট।

প্রথম স্তরের খেলায় বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রংপুর ও ঢাকা। প্রথম ইনিংসে ঢাকার করা ৩৬৫ রানের জবাবে নাসিরের সেঞ্চুরিতে (১১৫) ২৩০ রান করে রংপুর। ৯৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলেন নাসির। আর আজ (বুধবার) তৃতীয় দিনে আরও ২২ রান যোগ করে আউট হয়েছেন তিনি। ২৫২ বলে ১১ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান নাসির।

১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে ঢাকা। সোহরাওয়ার্দী শুভ ও নাসিরের স্পিন জাদুতে ১২৮ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪০ রান আসে আরাফাত সানি জুনিয়রের ব্যাট থেকে।

নাসির ৪১ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া শুভ ২৬ রানে পেয়েছেন ৩ উইকেট। আর মাহমুদুল হাসান লিমন ৩৯ রানে নেন ২ উইকেট।

২৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দুই ওপেনার ৫ রানে বিদায় নিলে দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে তারা। জয়ের জন্য আরও ২২৯ রান করতে হবে নাসির-আকবর আলীদের নিয়ে গড়া দলটিকে।

এদিকে প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সিলেট। জাকির হাসানের সেঞ্চুরিতে লিডও নিয়েছে তারা।

শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে সিলেট ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫০ রান। দুই ইনিংস মিলে তাদের লিড ৯ রান। সিলেটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির। অপরাজিত আছেন ১১৮ রানে। অন্যপ্রান্তে ১৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক অলক কপালি। অমিত হাসান করেছেন ৬৬ রান।

এর আগে খুলনার বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রান করে অলআউট হয় সিলেট। প্রথম ইনিংসে খুলনা করেছিল ৩৭৫ রান।

মন্তব্যসমূহ (০)


Lost Password