বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পেছনে নিঃসন্দেহে সবচেয়ে বড় অবদান 'পঞ্চপাণ্ডব' খ্যাত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের। মাশরাফি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে না থাকলেও বাকিদের ছাড়া দল এখন পর্যন্ত কল্পনা করা যায় না। তবে সেই অকল্পনীয় ব্যাপারটাই আজ ঘটেছে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে চলমান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে।
আজ থেকে ১৫ বছর আগে ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে এই পাঁচ ক্রিকেটার ছাড়া বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে। তখন অবশ্য সাকিব, তামিম, মাহমুদউল্লাহদের আন্তর্জাতিক অভিষেক হয়নি। আর আজকের ম্যাচে ঊরুর চোটে খেলছেন না টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৮তম অধিনায়ক হিসেবে অভিষেক হলো লিটন দাসের। ইনজুরির কারণেই নেই মুশফিক। সাকিব-তামিম দুজনেই ছুটি নিয়েছেন। মাশরাফি তো অবসরে।
গত ১৫ বছর সব সংস্করণ মিলিয়ে ৪৪২ ম্যাচে পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে কেউ না কেউ দলে ছিলেন। আজ তাদের ছাড়া খেলতে নেমে বাংলাদেশের অবস্থা বেশ করুণ। নিউজিল্যান্ড মাত্র ৫.৪ ওভারে ৮৫ রানের ওপেনিং জুটি গড়ে ফেলে! এরপর উইকেট পড়লেও তাদের রানের গতি আগের মতোই। ৭ ওভারেই স্কোর পৌঁছে গেছে তিন অংকে। অকল্যান্ডে যে স্বাগতিকরা রান পাহাড় গড়তে যাচ্ছে, তা আর বলে দিতে হয় না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন