আফসানা মিমি করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন

আফসানা মিমি করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। বর্তমানে বাসায় পরিবারের সাথেই আছেন তিনি। গত ২৩ মার্চ হালকা জ্বরের সঙ্গে কাশি অনুভব করেন আফসানা মিমি। ২৪ মার্চ তিনি করোনার নমুনা পরীক্ষা করান। ২৫ মার্চ জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। করোনা আক্রান্ত হওয়ার পরেও ঘরেই কোয়রেন্টাইনে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের সবার কথা চিন্তা করে হাসপাতালে ভর্তি হন আফসানা মিমি। হাসপাতালে ভর্তি হওয়ার ১৭ দিনের মাথায় আফসানা মিমি করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পান। প্রায় ২৪ দিন এই অভিনেত্রীকে করোনার সঙ্গে লড়াই করতে হয়েছে। তারপরও চিকিৎসকদের পরামর্শে দুই দিন হাসপাতালে ছিলেন।

শোবিজে আফসানা মিমির পথচলা তিন দশকের বেশি সময়। অভিনয়ে তাঁর অভিষেক হয়েছিল মঞ্চের মাধ্যমে। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন তিনি। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের ‘জিরো পয়েন্ট’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় প্রথম অভিনয় করেন। নাটক পরিচালনার সাথেও জড়িত তিনি। ‘বন্ধন’, ‘কাছের মানুষ’, ‘ডলস হাউস’, ‘সাড়ে তিন তলা’, ‘সাতটি তারার তিমির’সহ অনেক নাটক পরিচালনা করেছেন মিমি। বর্তমানে আফসানা মিমির পরিচালনায় একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচার হচ্ছে। পরিস্থিতি বুঝেই আবারও তিনি কাজে ব্যস্ত হবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password