পতাকা উড়িয়ে জানান দিলেন ফিলিস্তিনের পাশেই আছেন শহিদ আফ্রিদি

পতাকা উড়িয়ে জানান দিলেন ফিলিস্তিনের পাশেই আছেন শহিদ আফ্রিদি

ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে সরব পুরো বিশ্ববাসী। বসে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ইউরোপিয়ান ফুটবলের তারকারা নিজেদের অবস্থান থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহীম, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন, আকবর আলী নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি।

এবার তাদের সাথে সামিল হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুম বুম খ্যাত শহিদ খান আফ্রিদি। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে জানান দিলেন তিনিও ফিলিস্তিনের সাথেই আছেন। তিনি তার টুইটে জানিয়েছেন ফিলিস্তিনি অসহায় শিশুদের জন্য কাঁদে তার মন। মুলত শিশুদের উদ্দেশ্য করেই তিনি তার টুইটটি করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ছবি পোস্ট করে লিখেছেন, 'ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে।' তিনি আরও লিখেছেন 'আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিলো তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।' বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন এমনটাই আশা করছেন শহিদ খান আফ্রিদি।

প্রতিদিন ইসরাইলের শত শত রকেট হামলায় নির্বিচারে মারা যাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ, শিশুরাও বাদ পড়ছে না। নয় দিনের এই হামলায় এখন পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এরমধ‌্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী। দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ঘর হারিয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password