তামিল অভিনেত্রী রাইজা উইলসনের চিকিৎসা করে বিপদে পড়েছেন এক চর্মরোগ বিশেষজ্ঞ। ত্বকের বিশেষ পরিচর্যার জন্য ডাক্তার ভৈরবী শেন্থিলের কাছে গিয়েছিলেন রাইজা। তাঁর অভিযোগ, তাঁকে কিছু অপ্রয়োজনীয় পরিচর্যার জন্য বাধ্য করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন অভিনেত্রী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মুখের ছবি তুলে পোস্ট করেন এ অভিনেত্রী। সেখানেই তিনি লেখেন, ‘খুব সাধারণ প্রয়োজনে এই চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বাধ্য করেন বিশেষ একটি চিকিৎসা করানোর জন্য, যার কোনো প্রয়োজন ছিল না। তার ফলাফল আপনাদের সামনে।’
ভুল চিকিৎসার কারণে অভিনেত্রীর ডান চোখের নিচের অংশ অনেকটাই ফুলে গেছে। এরপর তিনি ওই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার নাগাল পাচ্ছেন না রাইজা। কারণ ওই চিকিৎসক শহরের বাইরে আছেন। ফোনে এমনটাই জানিয়েছেন অভিনেত্রীকে।
জানা গেছে, এই চিকিৎসকের কাছে গিয়ে একই রকম সমস্যায় ভুগেছেন অনেকে। রাইজার পোস্ট দেখে তার সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাইজা। প্রয়োজনে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে চর্মরোগ বিশেষজ্ঞকে। বিগ বস-এর প্রতিযোগী ছিলেন রাইজা। তার হাতে একাধিক সিনেমা রয়েছে বর্তমানে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘অ্যালিস, হ্যাশট্যাগ লাভ’।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন