ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটিতে প্রতিদিনই মরছে বহু মানুষ। অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একেকটা প্রাণ, নেই পর্যাপ্ত পরিমাণে টিকা। এদিকে বলিউড সেলিব্রিটিরা গায়ে বাতাস লাগিয়ে কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ পোস্ট করছেন রঙিন সেলফি। দেশ জুড়ে হাহাকার, আর্তনাদের শব্দ যেন কানেও পৌঁছচ্ছে না তাদের। তবে দেরিতে হলেও ঘুম ভাঙল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টুইট করেছেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, হৃদয় ভাঙছে আমার। ভারত করোনার সঙ্গে যুদ্ধ করছে। আমেরিকা ৫৫০ মিলিয়ন টিকা পাঠাচ্ছে, যা প্রয়োজনের থেকেও বেশি। অ্যাস্ট্রজেনেকাকে বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ। তবে আমাদের দেশের অবস্থা সংকটজনক। জরুরি ভিত্তিতে ভারতের জন্য ভ্যাক্সিন দেয়া সম্ভব ভ্যাক্সলাইভ? প্রিয়াংকার এই টুইটের পরেই ট্রোল, ক্ষোভ বিতর্ক আছড়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ লিখেছেন, এই টুইটটা ২ সপ্তাহ আগে হলে ভালো হত। আপনার দেশের মানুষদের জন্য ভ্যাক্সলাইভের প্রচারের কারণে অপেক্ষা না করলেও হত।
আবার কেউ লিখেছেন, আমেরিকা এরইমধ্যে ভারতের জন্য ভ্যাক্সিনের কাঁচামাল পাঠাচ্ছে। এই টুইটটা আপনার গতকাল করা উচিত ছিল। কেউ আবার লিখেছে, আরে আব জাগে আপ। উল্লেখ্য, জন্ম কর্ম সবই ভারতে হলেও এখন বেশিরভাগ সময়ই আমেরিকাতেই থাকেন প্রিয়াংকা। বিয়ে হয়েছে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে। ফলে মুম্বাইয়ের সঙ্গে তার সম্পর্ক দিন দিন কমে যাচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন