করোনাভাইরাসে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনাভাইরাসে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক একটি সংস্থা বিবিসিকে এই তথ্য জানিয়েছে।সংস্থাটি বলছে, সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছে।

সর্বশেষ হিসেবে বলা হচ্ছ, গত মাসে যেখানে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল মাত্র ১০১ জন, সেখানে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ তে।রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক তদারক সংস্থা রসড্রাভনাডজরের প্রধান আলা সামোইলোভা বলেন, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিতে না পারা এর অন্যতম কারণ।

সংক্রমণের সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। সেখানে এপর্যন্ত ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৬০ জন বলে উল্লেখ করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password