দক্ষিণ আফ্রিকান ডানহাতি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এ ইঙ্গিতই দিলেন দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ। ২০১৮ সালের মার্চে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর প্রোটিয়া জার্সিতে আর দেখা যায়নি তাকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টির ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দারুণ খেলছেন ভিলিয়ার্স।
আগামী মাসে ঠিক হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। যেখানে ৫ টি-টোয়েন্টি ও ২ টেস্ট খেলবে প্রোটিয়ারা। এই সফরেই টি-টোয়েন্টি দলে ভিলিয়ার্সকে দেখা যেতে পারে। সে জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে হবে তাকে। জানা গেছে, এতে ডি ভিলিয়ার্স রাজি। আইপিএলে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই।
অক্টোবরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ডি ভিলিয়ার্সকে দলে ফেরাতে এই পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে ইমরান তাহির আর ক্রিস মরিসকেও টি-টোয়েন্টি দলে ফেরানোর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন