এডভোকেট জিকরুল স্মরণে কক্সবাজার জেলা জাসদের শোক সভা অনুষ্ঠিত

এডভোকেট জিকরুল স্মরণে কক্সবাজার জেলা জাসদের শোক সভা অনুষ্ঠিত
MostPlay

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ জিকরুল আহমেদ স্মরণে কক্সবাজার জেলা জাসদের উদ্দ্যোগে জাতীয় বীর কাজী আরেফ আহমেদ মিলনায়তনে ১০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা জাসদের সভাপতি জননেতা নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভার শুরুতে এডভোকেট শাহ জিকরুল আহমেদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

স্মরণ অনুষ্ঠানে এডভোকেট শাহ জিকরুল আহমেদ এর সংক্ষিপ্ত জীবনের উপর আলোচনা করা হয়। শোক সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক অজিত কুমার দাশ হিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বড়ুয়া, জনসংযোগ সম্পাদক মোঃ আবু তৈয়ব, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল জব্বার, কৃষি বিষয়ক সম্পাদক কায়সার হামিদ, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক আসাদুল হক আসাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রদীপ দাশ, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো: আমান উল্লাহ, আবুল হাসেম, মোঃ হাসান, আবদু রহমান, শাখাওয়াত হোসেন সবুজ, রফিকুল ইসলাম, একরামুল হক কন্ট্রাক্টর, ২নং ওয়ার্ড জাসদ সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ৭নং ওয়ার্ড জাসদ সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ হোছন, বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা সভাপতি আবদুল্লাহ আল সিফাত প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, ''শাহ জিকরুল আহমেদ স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসী ভুমিকা পালনসহ দেশ-জাতি-জনগণের জন্য শাহ জিকরুলের অবদান ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাসদ একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতা হারাল। উল্লেখ্য যে, শাহ জিকরুল আহমেদ ২০০৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে সংসদ সদস্য নিবার্চিত হন। ওই সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password