বিকট শব্দে আকাশ থেকে নেমে এল ধাতব বস্তু

বিকট শব্দে আকাশ থেকে নেমে এল ধাতব বস্তু

বিকট শব্দ করে আকাশ থেকে কিছু একটা পড়তেই প্রথমে হকচকিয়ে যান রাজস্থানের (Rajasthan) জালোর জেলার সাঞ্চোরের বাসিন্দারা। কিছুটা থিতু হতে খেয়াল করেন, মাটির মধ্যে বিরাট গর্ত তৈরি করে পড়ে রয়েছে ধাতব একটি বস্তু। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

রহস্যময় বস্তুটি আকাশ থেকে পড়ছে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বস্তুতি প্রচণ্ড গরম ছিল এবং তার অভিঘাতে মাটিতে ৪-৫ ফুট গর্ত হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ওই বস্তুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

২ কিলো ৮০০ গ্রাম ওজনের এই বস্তুটি একটি ঠান্ডা জলের পাত্রে রেখে দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছোয় জোধপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে এটি উল্কার (Meteorite) অংশই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এটি নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা। তবে এই বস্তুর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল হয়ে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password