দৌলতপুরে অবৈধভাবে মাটি কাটার কারণে ১ লাখ টাকা জরিমানা

দৌলতপুরে অবৈধভাবে মাটি কাটার কারণে ১ লাখ টাকা জরিমানা
MostPlay

মোঃ রিপন আলি, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সান্টু নামে এক ব্যক্তির একলক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

অপরদিকে উপজেলার আল্লারদর্গা বাজারে ওজন পরিমাপ মানদন্ড আইনে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে ভ্রাম্যমান আদালত। স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীতে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ভাগজোত কেডিআই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়।

এসময় মাটিভর্তি দু’টি ট্রলি আটক করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ট্রলির মালিক সান্টুকে একলক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, সরকারী নিষেধ অমান্য করে কেডিআই সরকারী প্রাথমিকি বিদ্যালয়ের নীচে পদ্মা নদীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সান্টুকে একলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ সান্টু নামে এক ব্যক্তির একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় উপজেলার আল্লারদর্গা বাজারে ‘ওজন পরিমাপ ও মানদন্ড আইন-২০১৮’ এর উপর রড-সিমেন্ট, মিষ্টির দোকান ও ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫হাজার টাকা অর্থদন্ড করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।

মন্তব্যসমূহ (০)


Lost Password