তিনটি বিশেষ অঙ্গ নিয়ে জন্ম নিয়েছিল একটি ছেলেশিশু

তিনটি বিশেষ অঙ্গ নিয়ে জন্ম নিয়েছিল একটি ছেলেশিশু
MostPlay

পৃথিবীতে প্রথমবারের মতো তিনটি বিশেষ অঙ্গ নিয়ে জন্ম নিয়েছিল একটি ছেলেশিশু। গতবছর ইরাকের মসুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে সার্জারি করে ডাক্তাররা শিশুটির কার্যক্ষম একটি অঙ্গ রেখে বাকি দুইটি ফেলে দেন। ইন্টারন্যাশনাল জার্নাল ফর সার্জারি রিপোর্টস এর বরাতে শুক্রবার (২ এপ্রিল) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

শিশুটি গতবছর জন্মালেও তখন এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়ায়নি। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শিশুটির নাম জানা যায়নি তবে সে স্থানীয় কুর্দ সম্প্রদায়ের। ডাক্তাররা বলেছেন, প্রতি ৫০ বা ৬০ লাখ ছেলেশিশুর মধ্যে একজন দুইটি বিশেষ অঙ্গ নিয়ে জন্মায়। তবে তিনটি অঙ্গ নিয়ে জন্মানোর ঘটনা এটাই প্রথম।

জানা গেছে, জন্মের পর ছেলের মা-বাবা তার অণ্ডকোষে ফোলাভাবের কারণে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ডাক্তাররা লক্ষ্য করলেন ছেলের দুটি অতিরিক্ত পেনিস রয়েছে। একটি ছিল দুই সেন্টিমিটার লম্বা। এটি তার প্রধান লিঙ্গের গোড়ায় অবস্থিত ছিল, অন্যটি এক সেন্টিমিটার দীর্ঘ এবং তার অণ্ডকোষের নীচে অবস্থিত।

পরে অবাক ডাক্তাররা ওই পরিবারে কোনো জিনগত অস্বাভাবিকতার রেকর্ড আছে কীনা খোঁজ নিয়েছিলেন। তবে এমন কিছু পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password