জাভি হার্নান্দেজ হচ্ছেন বার্সেলোনার কোচ

জাভি হার্নান্দেজ হচ্ছেন বার্সেলোনার কোচ
MostPlay

অনেকদিন আগেই পাখা মেলেছিল গুঞ্জনটি। বার্সায় ফিরতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। ফুটবল দুনিয়ার আকাশে উড়ে বেড়ানো সেই গুঞ্জনটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাভি। এজন্য কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়েও দিচ্ছেন বার্সার সাবেক এ মিডফিল্ডার। আল সাদ আজ শুক্রবার টুইট করে জানিয়েছে, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করবে।

তাই তারা জাভিকে ছেড়ে দিতে রাজি। কাতালান জায়ান্ট বার্সেলোনা অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আল সাদ এর আগে জানিয়েছিল, তারা জাভিকে ছাড়বে না। কিন্তু পরে ৪১ বছরের এ ফুটবল গুরু জানান, ন্যু ক্যাম্পে ফিরতে তর সইছে না তার। বার্সেলোনার কোচ হতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার। এরপরই ক্লাব আল সাদ দিল এমন ঘোষণা।

মন্তব্যসমূহ (০)


Lost Password