কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক ধর্মঘট

কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক ধর্মঘট

বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ধর্মঘট করেন শ্রমিকরা। কক্সবাজারের মহেশখালীতে মাতাবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ন্যায্য পাওনা ও নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট করেছেন শ্রমিকরা। এসময় ৬ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো- আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী কাজের সময় ৮ ঘণ্টা করা। পসকো কোম্পানি নিয়মিত ১০ ঘণ্টা কাজ করালেও অতিরিক্ত ২ ঘণ্টার জন্য শ্রমিকদের কোনো টাকা দেওয়া হয়নি। মেডিকেল ছুটির সময় বেতন না কাটা ও চিকিৎসা ভাতা প্রদান।

করোনাকালীন শ্রমিকদের কোয়ারেন্টাইন ভাতা ও ৩ মাসের সরকারি ছুটি অনুযায়ী ৬ মাসের বেসিক বেতন দেওয়া। বাৎসরিক সার্ভিস বেনিফিট প্রদান। ওভার টাইমে শ্রমিকের টিফিন খরচ দেওয়া। শ্রম আইন অনুযায়ী শ্রমিক ছাঁটাইয়ে ১২০ দিন আগে লিখিত নোটিশ দেওয়া।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া রুবেল মিয়া ও এরশাদ অভিযোগ করেন, তারা ২ দিন ধরে আন্দোলন করলেও কয়লা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকল্প পরিচালক আবুল কালাম জানান, যারা আন্দোলন করছে তারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন।

প্রকল্পের কাজ শেষ হলে তাদের এখানে থাকার এখতিয়ার নেই। ৬ দফা দাবি করা হলেও তাতে কোনো কাজ হবে না। তাদের সঙ্গে মাসিক কোনো চুক্তি হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password