নাটোর বড়াইগ্রামে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নারীদের সাপ্তাহিক দলীয় সভা অনুষ্ঠিত

নাটোর বড়াইগ্রামে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নারীদের সাপ্তাহিক দলীয় সভা অনুষ্ঠিত

নাটোর বড়াইগ্রামে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নারীদের সাপ্তাহিক দলীয় সভা অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমটি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাতে গ্রাম আদালতের কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের মানিকপুর গ্রামে জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজন নারীদের সাপ্তাহিক দলীয় মিটিং এ বাংলাদেশে গ্রাম আদালতের মামলার ধরন, মামলার ফিস, উচ্চ আদালতের মামলার জট কমানোর লক্ষ্যে, দ্রুত ও অল্প সময়ে সল্প খরচে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত যাওয়ার জন্য উদ্বুদ্ধ ও অবগত করা হয়। প্রচার প্রচারণা করার লক্ষ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা মার্ডি ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কমিউনিটি অর্গানাইজার শাহিনা খাতুন । বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটি স্হানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এবং ইউরোপীয়ান ইউনিয়ন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় নাটোর জেলায় (নাটোর সদর, বড়াইগ্রাম, লালপুর, গুরুদাসপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা, সিংড়া) উপজেলায় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password