সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
MostPlay

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৫ বার পেছানো হয়েছে। এতে বিচারকাজে অনীহার প্রকাশ পেয়েছে। আবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের বিমাতাসূলভ আচরণ বন্ধের দাবি জানান তারা।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী।


সমাবেশে বক্ততৃা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ওমর ফারুক ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মাছরাঙ্গা টেলেভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে’র সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের চৌধুরী ও দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতি ওমর ফারুক জানান, সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার হচ্ছে না।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পিছিয়ে সাংবাদিক সমাজের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সরকার বিচারের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আর গত এক বছরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চারবার দেখা করেছি। সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়গুলো সুরাহা করতে বলেছি। তিনি বারবার কথা দিয়েছেন। আমরা আসার পরই তিনি সাংবাদিকদের দাবি ভুলে গেছেন। এটা ঠিক না।

তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হচ্ছে না। মালিকরা সরকারের নির্দেশ মানছে না। কিন্তু কেন? মালিকরা কি আইনের ঊর্ধ্বে? তিনি দ্রুত সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মাছরাঙ্গা টেলেভিশনের রাশেদ আহমেদ বলেন, মাছরাঙ্গা টেলিভিশন দীর্ঘ ১১ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে।

আর কয়েক মাস পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে সময় নেওয়ার সেঞ্চুরি করবে। ইতিমধ্যে ৯৫ বার সময় নিয়েছে। বিষয়টি খুবই লজ্জার। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরি বলেন, দীর্ঘ ১১ বছরে আমার ভাই সাগর, আমার বোন রুনি হত্যাকাণ্ডের বিচার হয় না। কোথায় যাব আমরা?’

একের পর এক সাংবাদিক হত্যা, হয়রানির শিকার হলে সরকার বা রাষ্ট্র তা দেখছে না। যাদের এ বিষয়ে দায়িত্ব রয়েছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ। সুস্থ্য সাংবাদিকতার স্বার্থে এ সকল বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশসহ সংবাদকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বাতিল ও সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password