সৌদি এতিমখানায় নারীদের ওপর পুলিশি হামলার ভিডিও ভাইরাল

সৌদি এতিমখানায় নারীদের ওপর পুলিশি হামলার ভিডিও ভাইরাল
MostPlay

সৌদি আরবে একটি এতিমখানার ফাঁস হওয়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি এতিমখানায় নিরাপত্তা বাহিনী একদল নারীকে ভয়ংকরভাবে মারছে। সৌদি সরকার ঘটনাটি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। ভিডিওটি গতকাল মঙ্গলবার টুইটারে একজন নারী প্রথম পোস্ট করেন।

জানা গেছে, তিনি নিজেই ঘটনাটি ধারণ করেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর পোশাক পরা এবং সৌদির জাতীয় পোশাক পরা কয়েক ডজন পুরুষ নারীদের তাড়া করছে। লাঠি এবং চামড়ার বেল্ট দিয়ে তাদের মারতেও দেখা যায় ভিডিওতে। এ ছাড়া একজন পুরুষ একজন নারীকে তার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই নারী চিৎকার করছে। সে সময় অন্য একজন পুরুষ তাকে বেল্ট দিয়ে মারছে।

এতিমখানাটি সৌদির রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮৮৪ কিলোমিটার দূরে আসির প্রদেশের খামিস মুশাই শহরে অবস্থিত। ভিডিওটির প্রতিক্রিয়ায় আসির প্রদেশের গভর্নর তুর্কি বিন তালাল বিন আবদুল আজিজ ঘটনার সব দিক তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সাথে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠানোর কথাও বলেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। সৌদি মানবাধিকারকর্মীরা ভিডিওটিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি সরকারের নারী অধিকার দমনের একটি প্রমাণ হিসেবে নিন্দা করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password