ইসরায়েলের দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

ইসরায়েলের দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
MostPlay

ইসরায়েলের দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজন আরব বন্দুকধারী ইসরায়েলি দুই পুলিশ সদস্যকে হাদেরা শহরের রাস্তায় গতকাল রবিবার গুলি চালায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং তিন আরব পররাষ্ট্রমন্ত্রী একটি শীর্ষ সম্মেলনের জন্য দেশটিতে যাওয়ার পর ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করে টেলিগ্রাম পোস্টে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রবিবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার উত্তরের শহর হাদেরায় দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টুইটারে পোস্ট করে নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ইসরায়েলের হাদেরায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। নিহত ইসরায়েলি পরিবারের পাশে আছি এবং সহানুভূতি প্রকাশ করছি। এক ভিডিওতে দেখা গেছে, হাদেরা শহরের রাস্তায় দু'জন বন্দুকধারী ঘুরে বেড়াচ্ছে। ওই এলাকায় তখন জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি পুলিশ বলেছে, বন্দুক হামলায় ইসরায়েলের সীমান্ত পুলিশের দুই আধাসামরিক সদস্য প্রাণ হারিয়েছেন।

সূত্র: রয়টার্স।

মন্তব্যসমূহ (০)


Lost Password