শিক্ষাবিদ আব্দুল হামিদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

শিক্ষাবিদ আব্দুল হামিদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। গুণী এই শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল হামিদ ১৯০৩ সালে বর্তমান শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, নাজিরাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও শরীয়তপুরের সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার বিস্তারের জন্য কাজ করে গেছেন। শিক্ষকতা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নিজ গ্রামে শিক্ষা উন্নয়নে ভূমিকা রেখে চলেছে আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। শিক্ষাবিদ আব্দুল হামিদ ১৯৮৬ সালের ১৬ অক্টোবর ৮৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ মরহুমের রুহের মাগফেরাত কামনায় কদমতলাস্থ তার নিজস্ব নিবাস, শরীয়তপুর বায়তুল উকিল জামে মসজিদ, আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়েসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া করা হবে। শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল হামিদের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে বিডিটাইপ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

মন্তব্যসমূহ (০)


Lost Password