১০ ফাল্গুন ১৪২৯ বাংলা ( ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং) রোজ বৃহস্পতিবার শ্রীমৎ স্বামী সুধীর চন্দ্র দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত "জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রম" এর ৩১ তম বাৎসরিক উৎসব উৎযাপিত হইবে ।
উক্ত অনুষ্ঠানে দেশের সকল প্রখ্যাত মলয়া সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন।
অনুষ্ঠান সম্পর্কে জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রম এর সভাপতি ডা. সুভাষ চন্দ্র মল্লিক বিডি টাইপইকে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও এই আশ্রমে উৎসব উৎযাপিত হইবে। উক্ত শুভ উৎসবানুষ্ঠান সূচী অনুযায়ী উৎসবের প্রতিটি পর্বে আপনার সবান্ধব স্নিগ্ধ উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও সহানুভূতির স্পর্শে সার্থক হউক আয়োজিত অনুষ্ঠান এই মোদের প্রার্থনা।