আজ জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রমের বাৎসরকি উৎসব উৎযাপতি

আজ জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রমের বাৎসরকি উৎসব উৎযাপতি
MostPlay

১০ ফাল্গুন ১৪২৯ বাংলা ( ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং) রোজ বৃহস্পতিবার শ্রীমৎ স্বামী সুধীর চন্দ্র দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত "জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রম" এর ৩১ তম বাৎসরিক উৎসব উৎযাপিত হইবে ।  

উক্ত অনুষ্ঠানে দেশের সকল প্রখ্যাত মলয়া সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন। 

অনুষ্ঠান সম্পর্কে জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রম এর সভাপতি ডা. সুভাষ চন্দ্র মল্লিক বিডি টাইপইকে বলেন,  প্রতি বছরের ন্যায় এবারও এই আশ্রমে উৎসব উৎযাপিত হইবে। উক্ত শুভ উৎসবানুষ্ঠান সূচী অনুযায়ী উৎসবের প্রতিটি পর্বে  আপনার সবান্ধব স্নিগ্ধ উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও সহানুভূতির স্পর্শে সার্থক হউক আয়োজিত অনুষ্ঠান এই মোদের প্রার্থনা।


মহর্ষি মনোমোহন আশ্রমের পরিচিতি: 

জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রম  আশ্রমটি কুমিল্লা জেলার তিতাস থানাধীন জগতপুর গ্রামে অবস্থিত।   জগতপুর মহর্ষি মনোমোহন আশ্রম প্রতিষ্ঠা করেন মলয়া সংগীতের শ্রষ্ঠা আধ্যাত্মিক সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের একমাত্র পুত্র শ্রীমৎ স্বামী সূধীর চন্দ্র দত্ত।  আশ্রমটির নামকরণ করা হয় মহাপুরুষ মহর্ষি মনোমোহন দত্তের নামে।

 শ্রীমৎ স্বামী সুধীর চন্দ্র দত্তের একনিষ্ট শিষ্য ডা. সুভাষ চন্দ্র মল্লিক দীক্ষিত হওয়ার পর নিজ গুরুদেব কর্তৃক এই আশ্রমটি নিজ বাসভবনে প্রতিষ্ঠা করান।  এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় ১০ ফাল্গুন ১৩৯৯ বাংলা সনে

আশ্রমটি দয়াময় মন্দির নামেও বেশ পরিচিত।  


বর্তমান পাঁচ (৫) শতাংশ জমির উপর দয়াময় মন্দির স্থাপন করা হয়।আশ্রমটিতে প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি ও উপাসনা করা হয় এবং সপ্তাহে প্রতি রবিবার ভক্তগনের উপস্থিতিতে রবিবাসরীয় উপাসনা হয়ে থাকে।  প্রতিষ্ঠা লগ্ন থেকেই  প্রতিবছর পঞ্জিকা মতে ১০ ফাল্গুন প্রতিষ্ঠা বার্ষিক উৎসব ও বিশ্ব শান্তি কামনায় যজ্ঞের অনুষ্ঠান করা হয়।  

আশ্রমটির বর্তমান সভাপতি ডা. সুভাষ চন্দ্র মল্লিকসহ সভাপতি শ্রীমতি মনি রানী মল্লিক মহোদয়।  সাধারণ সম্পাদক - রনজিত কুমার ভৌমিকযুগ্ম সাধারণ সম্পাদক - নীল রতন মল্লিক। 

মন্তব্যসমূহ (০)


Lost Password