পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন যে তিনজন বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন যে তিনজন বিজ্ঞানী
MostPlay

১৮৯৫ সালে আলফ্রেড নোবেল যে ৫ টি বিষয়ে নোবেল পুরস্কারের কথা লিখে গেছেন। তন্মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম সারির একটি ক্ষেত্র। ১৯০১ সাল থেকে প্রতিবছর এ বিষয়ে অবদানের জন্যে পুরস্কার দেওয়া হয়। গতবারের মতো এ বছরও পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনজন পদার্থবিঞ্জানী। তারা হলেন: সাইকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান, জর্জিও পারিসি। গতকাল ৫ অক্টোবর, ২০২১ নোবেল কর্তৃপক্ষ এ তিনজনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। 

সাউকুেরো মানাবে জাপানে, ক্লাউস হ্যাসেলম্যান জার্মানিতে এবং জর্জিও পারিসি ইতালীতে জন্মগ্রহণ করেন। পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ভৌতিক মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্যে পুরস্কার পেয়েছেন সাইকুরো মানাবে এবং ক্লাউস হ্যাসেলম্যান। তারা দুজনে এবছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন। বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি। তিনি পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থার বিশৃঙ্খলা ও ফ্লাকচুয়েশন পরস্পরের উপর কেমন প্রভাব ফেলে তা নির্ধারণের জন্যে।

মন্তব্যসমূহ (০)


Lost Password