১৪তম আসরে আইপিএলে যত রেকর্ড

১৪তম আসরে আইপিএলে যত রেকর্ড
MostPlay

বুড়োদের দল হিসেবেই পরিচিতি পায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আর এই বুড়োদের নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত আইপিএলের ১৪তম আসরে শিরোপা জিতলেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নেয় চেন্নাই।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে একাধিক রেকর্ড হয়েছে। এক নজরে তা দেখে নেয়া যাক- আইপিএলের এবারের আসরে ১৬ ম্যাচে অংশ নিয়ে সব চেয়ে বেশি ৬৩৫ রান করেছেন চেন্নাইয়ের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। টুর্নামেন্টে সব চেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল। সবচেয়ে বেশি ৬৪টি চার মেরেছেন চেন্নাই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

এক ওভারে সবচেয়ে বেশি ৩৬ রান তুলেছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা। সবচেয়ে বেশি ৬টি করে হাফ সেঞ্চুরি করেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল, চেন্নাইয়ের ওপেনার ফাফ ডু প্লেসি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। সদ্য শেষ হওয়া আসরে একটি করে সেঞ্চুরি করেছেন দেবদূত পাদিক্কল, সাঞ্জু স্যামসন, জস বাটলার ও ঋতুরাজ গায়কোয়াড়।

মাত্র ১৬ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার ইশান কিষাণ। মাত্র ৫১ বলে দ্রুততম শতরান করেছেন দেবদূত পাদিক্কল। সবচেয়ে বড় ছক্কা  হাঁকিয়েছের ঋতুরাজ গায়কোয়াড়। সর্বোচ্চ ব্যক্তিগত ১২৪ রানের ইনিংস খেলেছেন জস বাটলার। এক ইনিংসে সবচেয়ে বেশি ১৩টি করে চার মেরেছেন শিখর ধাওয়ান ও সূর্যকুমার যাদব।

এক ইনিংসে সবচেয়ে বেশি ৮টি করে ছক্কা হাঁকিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড ও পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল। আইপিএলের ১৪তম আসরে দ্রুততম ১৫৩.৬ কিলোমিটার গতিতে বল করেছেন কলকাতা নাইট রাইডার্সের কিউই পেসার লুকি ফার্গুনসন। তিনি ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এ রেকর্ড গড়েন।

মন্তব্যসমূহ (০)


Lost Password