ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে-আমান উল্লাহ আমান

ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে-আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই  পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই অপরাধে ফ্যাসিস্ট হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। আজ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, কেরানীগঞ্জের হযরতপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দিয়েছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেসব বিষয়ে সংস্কার করছেন সেগুলো আড়াই বছর আগেই বিএনপির পক্ষ থেকে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের প্রস্তাব দেওয়া হয়েছে।

আমরা দীর্ঘ ১৬ বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা নির্যাতন করেছে। শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। অনেকে ঠিকমতো তাদের বসত বাড়িতে ঘুমাতে পারেনি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আগামীতে জুলাই বিপ্লব আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল তাদের সবাইকে নিয়েই আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিক,বিএনপি নেতা ফজলুল করিম, আল আমিন টুলু, মোজাম্মেল, নাজিম উদ্দিন ও শাফায়েত হোসেন প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password