পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করল সরকার

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করল সরকার
MostPlay

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করেছে সরকার। সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (সোমবার) ভোর ৬টা থেকে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বসাধারণের চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয় আজ ভোর ৬টা থেকে। তবে প্রথমে সেতু পার হওয়ার প্রবণতায় গতকাল রাত থেকেই হাজার হাজার মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন সেতুর মাওয়া প্রান্তে জড়ো হতে থাকে। এতে সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট তৈরি হয়।

সবার আগে সেতু পার হওয়ার প্রবণতায় বাইকচালকরা বিশৃৃঙ্খলা শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খেয়ে যান। বাইকাররা বিশৃঙ্খলা তৈরি করেন টোল প্লাজায়। নির্দিষ্ট লেন না মেনে প্রায় সব লেনেই ভিড় করেন। এতে অন্য কোনো গাড়ি প্রবেশও করতে পারে না টোল প্লাজায়। এরই মধ্যে পদ্মা সেতুতে বাইক নিয়ে গিয়ে সেতুর রেলিং থেকে নাট খোলার ভিডিও ভাইরাল হয়।

সেই ভিডিওর সূত্র ধরে নাট খোলার ওই ঘটনায় বাইজীদ নামের এক যুবককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক ব্যক্তিকেও একটি ভিডিওতে রেলিং থেকে নাট খুলতে দেখা গেছে। দেখা গেছে সেতুতে উঠে প্রস্রাব করার একটি ছবিও। যা দিনভর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া সন্ধ্যার পর পদ্মা সেতুতে বাইক নিয়ে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেতু উদ্বোধনের আগেই সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে সেতুতে কোন কাজ করা যাবে বা যাবে না। সরকারের অতিগুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে দেখানো হয় পদ্মা সেতুকে। ফলে সেতুতে যেকোনো ধরনের গাড়ি থামানো, গাড়ি থেকে নেমে হাঁটাচলা করা কিংবা এ ধরনের যেকোনো কাজ করা নিষিদ্ধ করা হয়।

তবে উদ্বোধনের দিন শনিবার অসংখ্য মানুষ এসব নিষেধাজ্ঞা অমান্য করে সেতুরে পাশের বেড়ার উপর ও নিচ দিয়ে সেতুতে উঠে পড়েন। যদিও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত উদ্বোধনের দিন হিসেবে মানুষের চলাচল শিথিল করা হয়েছিল, যা রোববার থেকে আগের মতোই নিষিদ্ধ করা হয়। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password