নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত
MostPlay

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফরিদুল রেজা সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী সাংবাদিদের জানান, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করে।

পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূর ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলাটি আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password