নওগাঁর মহাদেবপুরে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহাদেবপুর উপজেলার হিন্দুবাঘা বেলি ব্রীজ নামক স্থানে অর্ধগলিত অবস্থায় সুবল চন্দ্র রায় (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

নিহত সুবল চন্দ্র নওগাঁ জেলা সদর শহরের হাট-নওগাঁ মহল্লার মৃত নিতায় চন্দ্র রায়ের ছেলে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার (১১ জুলাই) সকাল ১১ টারদিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হিন্দুবাঘা “বেলি ব্রীজ” নামক স্থানে সড়কের ধারে শিকারপুর গ্রামের জৈনক মান্নান নামের এক কৃষক গরুকে খাওয়ানোর জন্য ঘাঁস কাটতে গিয়ে জঙ্গলের ভেতরে একটি অজ্ঞাত অর্ধগলিত মৃতদেহ দেখতে পান। ঘটনাটি মহূর্তের মধ্যে প্রকাশ পেলে মৃতদেহটি দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান লোকজন।

স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পড়ণের কাপড় ও জুতা দেখে প্রাথমিকভাবে মৃতদেহ সনাক্ত করেন। নিহতের দু’ছেলে সমন রায় ও মানিক রায় জানান, আমার বাবা চাল ও আটার ডিলার ছিলেন। আমার বাবা ১৫/২০ দিন আগে স্টোক করলে চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। এরপর তিনি গত বৃহস্পতিবার নিখোঁজ হোন।

নিখোজ এর এঘটনায় গত ৮ জুলাই নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। আজ খবর পেয়ে এখানে এসে বাবার অর্ধ গলীত মৃতদেহ দেখতে পেলাম। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রতিবেদককে জানান, আজ সকাল সাড়ে ১১ টারদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password