জরিমানা করা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে

জরিমানা করা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে

মহামারি করোনাকালে লকডাউনের মধ্যে পার্টি করায় জরিমানা করা হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষী সুনাককে ।

মঙ্গলবার (১২ এপ্রিল) লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। দুই নেতাকে জরিমানার অঙ্ক জানিয়ে আরেকটি নোটিশ দেওয়া হবে। খবর বিবিসির।

করোনাভাইরাস মোকাবিলায় কঠোর বিধিনিষেধের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কয়েক দফায় পার্টির আয়োজন করা হয়। যদিও সে সময় সাধারণ মানুষের জন্য কোথাও সমবেত হওয়া দূরের কথা, একজনের আরেকজনের কাছাকাছি আসায়ও নিষেধাজ্ঞা ছিল।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ করোনাবিধি ভেঙে ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলে ১২টি জনসমাগমের অভিযোগ তদন্ত করছে। এসব ঘটনায় ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষকে জরিমানা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password