সুন্দরবনের করমজল জলোচ্ছ্বাসে প্লাবিত, বন্যপ্রাণীর ক্ষতির আশংকা

সুন্দরবনের করমজল জলোচ্ছ্বাসে প্লাবিত, বন্যপ্রাণীর ক্ষতির আশংকা
MostPlay

চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। চলতি পূর্নিমা ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনও। রোববার (১৪ আগষ্ট) দুপুরের পর এ অবস্থার সৃষ্টি হয়।

পানিতে বন্যপ্রাণীর ক্ষতির আশংকা করছে বনবিভাগ। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, রোববার সুন্দরবনে সবচেয়ে বেশি পানি হয়েছে। এর আগে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বন প্লাবিত হলেও রোববার চার ফুট পানিতে তলিয়ে গেছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বন।

স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেক বেশি পানি বৃদ্ধি পাওয়ায় বনের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে বিভিন্ন বন্যপ্রাণী। করমজলের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে বনের হরিণ। তবে হরিণ ও বন্য শূকরের ছোট ছোট বাচ্চার ক্ষতির আশংকা রয়েছে বলেও জানান তিনি। তবে এখন পর্যন্ত বনের কোথাও কোন প্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password