অ্যাশেজ দিয়ে ক্রিকেটে ফিরছেন স্টোকস

অ্যাশেজ দিয়ে ক্রিকেটে ফিরছেন স্টোকস
MostPlay

স্পোর্টস ডেস্ক : মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকেক নিজেকে দূরে সড়িয়ে রেখেছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার অন্যতম কারিগড় বেন স্টোকস। শুধু তার ভক্তরাই নয় যারা ক্রিকেট ভালবাসেন তারা সবাই অধীর অপেক্ষায় ছিলেন আবার কবে ক্রিকেটে ফিরবেন এই ইংলিশ ক্রিকেটার।

ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। সাড়ে চার মাসের বিরতি দিয়ে আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ইনজুরি ও মানসিক অবসাদের কারণে সাময়িক বিরতিতে থাকা এই তারকা অলরাউন্ডারকে আসন্ন অ্যাশেজের জন্য নিজেদের স্কোয়াডেও যুক্ত করেছে ইংলিশরা। চলতি বছরের জুলাই থেকে মাঠের বাইরে স্টোকস। প্রথমে ইনজুরি তারপর মানসিক অবসাদ। বিরতির এই সময় স্টোকস আইপিএল, ইংল্যান্ডের হয়ে ভারত সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ মিস করছেন।

নিজের ফেরার কথা স্টোকস নিজেই জানিয়েছেন এই অলরাউন্ডার। ফেরার ঘোষনার সাথে অস্ট্রেলিয়াকে দিয়ে রেখেছেন হুমকি, ‘মানসিক সুস্থতার জন্য আমার বিরতিটা নেয়া। এ সময় আমার আঙুলেরও দূর হয়েছে। এখন আমি আমার সতীর্থদের দেখতে মুখিয়ে আছি এবং ওদের সঙ্গে মাঠে নামতে চাই। আমি অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত আছি'।

আগামী ৪ নভেম্বর অ্যাশেজকে সামনে রাখে অস্ট্রেলিয়া পৌঁছাবে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহাসিক এই সিরিজ শুরু হবে ডিসেম্বরে। ডিসেম্বর মাসের ৮ তারিখ গ্যাবায় প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password