ঢাকাস্থ কেন্দুয়া সমিতির বৃত্তি প্রদান

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির বৃত্তি প্রদান

লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় ঢাকাস্থ কেন্দুয়া সমিতির আয়োজনে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক যুব উন্নয়নের মহাপরিচালক মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে ও সমিতির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির মোশাররফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল,সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিকা রুমাইয়া,কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভুঞা।

এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, এডভোকেট মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মোখলেছুর রহমান বাঙালী ও বিভিন্ন ইউপির চেয়ারম্যান,গণমাধ্যম কর্মীবৃন্দ।

এ বছর কেন্দুয়া উপজেলার ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩৮জন মেধাবী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password