রুমেইশা পৃথিবীর সবচেয়ে লম্বা নারী

রুমেইশা পৃথিবীর সবচেয়ে লম্বা নারী
MostPlay

বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস বুকে নাম লেখালেন তুরস্কের রুমেইশা গেলগি। কয়েকদিন আগে গিনেস বুকে নাম উঠে ২৪ বছর বয়সী রুমেইশার। তার উচ্চতা সাত ফুট ০.৭ ইঞ্চি। অর্থাৎ প্রায় ২১৫.৬ সেন্টিমিটার। ২০১৪ সালে রুমেইশার বয়স যখন ১৮, তখনো বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছিল। জন্ম থেকেই ‘উইভার সিন্ড্রোম’-এ আক্রান্ত রুমেইশা।

‘উইভার সিন্ড্রোম’ এক ধরনের বিরল জিনের রোগ, যার জেরে অস্বাভাবিক হারে দ্রুত বাড়তে থাকেন রোগাক্রান্ত ব্যক্তি। অধিক লম্বা হওয়ার কারণে হাঁটতে-চলতে অসুবিধে হয় রুমেইশার। তাই হুইলচেয়ারই ব্যবহার করেন তিনি। তবে মাঝে মাঝে ওয়াকারে ভর দিয়ে হাঁটারও চেষ্টা করেন। তিনি বলেছেন, ‘সমস্ত ধরনের অসুবিধাকে সুযোগে বদলে ফেলা সম্ভব। তবে তার জন্য নিজের বর্তমান অবস্থাকে মেনে নিতে হবে। নিজে কী পারো আর না-পারো, সেটাও জানা ভীষণ জরুরি।’ প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষও তুরস্কের বাসিন্দা। নাম সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি।

মন্তব্যসমূহ (০)


Lost Password