ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার জেরে রণক্ষেত্র কুমিল্লার দেবিদ্বারে

ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার জেরে রণক্ষেত্র কুমিল্লার দেবিদ্বারে
MostPlay

কুমিল্লার দেবিদ্বারে এক স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখলে ওই শিক্ষক ফোন করে তার লোকজন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ। পরে ক্ষিপ্ত হয়ে এলাবাসী শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এসময় ওসি, দুই পুলিশসহ আহত হয় অন্তত মোট ১৫ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ মার্চ) সকালে জেলার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকতল হোসেন ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কুলে কোচিং ক্লাস চলাকালে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর সহপাঠীদের মধ্যে একজন দেখে ফেললে তারা ওই শিক্ষককে একটি কক্ষে অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে অভিযুক্ত শিক্ষক তার লোকজন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ওই শিক্ষককে স্কুল রুমে অবরুদ্ধ করে রাখে। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এসময় ওসিসহ ৩ পুলিশ আহত হয়। এছাড়া অন্তত ৮জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password