নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বনাম সাপাহার উপজেলায় পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সাপাহারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় উপজেলা প্রশাসন জয়লাভ করে। অনুষ্ঠিত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন উপজেলা প্রশাসন টিমের স্ট্রাইকার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এ সময় মনমুগ্ধকর খেলাটি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সহ অনেক দর্শনার্থী উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password