কেন্দুয়ায় প্রানিসম্পন প্রদর্শনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় প্রানিসম্পন প্রদর্শনী অনুষ্ঠিত
MostPlay

স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার কেন্দুয়া খেলার মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা ৩ - ( কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা,কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা, শহীদুল হক ফকির বাচ্চু, তাজুল ইসলাম তাজু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভূঞা,প্রচার সম্পাদক দীপক ব্যার্নাজি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা প্রমুখ।

লাইভস্টক সার্ভিস প্রোপাইটর হুমায়ুন কবির রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আতাউর রহমান, গীতা পাঠ করেন শ্রী বিশ্বজিৎ সাহা। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভাস্কর তালুকদার। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন শহীদুল হক ফকির বাচ্চু। প্রদর্শনী অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল,কবুতর ও মোরগ মুরগী নিয়ে আসেন খামারিরা।

অনুষ্ঠানে স্থানীয় খামারি বৃন্দ,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password