পল স্টার্লিং বিরাট কোহলির যে রেকর্ড ভেঙে দিলেন

পল স্টার্লিং বিরাট কোহলির  যে রেকর্ড ভেঙে দিলেন

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় ক’দিন আগেই শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গিয়েছিলেন আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার পল স্টার্লিং। এবার সংক্ষিপ্ত এই ফরম্যাটে সবচেয়ে বেশি চার মেরে বিরাট কোহলির রেকর্ড নিজের করে নিলেন তিনি। রোববার  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এমন নজির গড়লেন ডানহাতি এ আইরিশ ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইন্ডিয়ান কাপ্তান কোহলির চারের সংখ্যা ২৮৫টি। অন্যদিকে, স্টার্লিংয়ের রেকর্ড ২৮৮টি। এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টার্লিং ও কোহলি ছাড়াও দুশোর বেশি চার মেরেছেন আরও ৮ জন ব্যাটার। তারা হলেন- নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও বাবর আজম এবং শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।

অন্যদিকে, লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চারের রেকর্ড বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিবের পরেই অবস্থান তামিম ইকবালের। সাকিব মেরেছেন ১৮৩টি চার, তামিমের চার ১৮০টি। এছাড়া টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মার্টিন গাপটিলের। ১৪৭টি ছয় মেরেছেন কিউই এই ওপেনার। ১০০-এর ওপর ছয় আছে আরও ছয়জনের—রোহিত শর্মা, ক্রিস গেইল, ইয়ন মরগান, অ্যারন ফিঞ্চ, কলিন মানরো ও এভিন লুইসের। এদিকে, কোহলিকে টপকে যাওয়ার দিনে আরব আমিরাতের কাছে হেরেছে স্টার্লিংয়ের আয়ারল্যান্ড।

ইউএই ওপেনার ওয়াসিমের দুরন্ত শতরানে ভর করেই অতি সহজে আইরিশদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ২৩ বল ও সাত উইকেট হাতে রেখেই পৌঁছে যায় আমিরাত। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত রোববারের এই ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে শুরুটা ভালোই করে আয়ারল্যান্ড। পল স্টার্লিং এবং কেভিন ও ব্রায়েন যথাক্রমে ৪০ (৩৫ বলে) এবং ৫৪ (৪৫ বলে) রান করেন। তবে তাদের ৮৫ রানের ওপেনিং পার্টনারশিপের পর উপর্যুপরি উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৪ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে প্রায় একা হাতেই ৬২ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দাপুটে জয় এনে দেন আমিরাতের ওয়াসিম।

মন্তব্যসমূহ (০)


Lost Password