নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র চেষ্টায় দীর্ঘ ৪৫ বছর পর প্রায় এক একর বিরোধপূর্ণ বাংলাদেশের ভু-খন্ড ফেরত পেয়েছে।
বিজিবি সূত্রে জানা যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনস্থ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫৭/২০-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর নামক স্থানে প্রায় এক একর জমি ১৯৭৭ সাল হতে প্রতিবেশী রাষ্ট্র ভারত কর্তৃক ভোগদখলে বাধা প্রদান করে আসছিল। উক্ত জমি নিয়ে বিরোধের প্রেক্ষিতে বুধবার ( ১২ এপ্রিল) বেলা ১১ টা হতে ১. ১৫ পর্যন্ত সীমান্ত পিলার ২৫৭/২০-আর এর নিকট পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিজিবির পক্ষে ০৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অপরদিকে ০৬ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রী সঞ্জয় কুমার মিশ্রা কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম, ভারত। বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডারের উপস্থিতিতে উভয় দেশের ল্যান্ড সার্ভেয়ার কর্তৃক বিরোধপূর্ণ জমির বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে উভয় দেশের ল্যান্ড সার্ভেয়ার কর্তৃক জরিপকার্য পরিচালনা করা হয়। সরেজমিনে জরিপ শেষে দেখা যায় যে বিরোধপূর্ণ জমিটি বাংলাদেশের ভূ-খন্ড।
এ ব্যাপারে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার আশ্বস্ত করেন যে, জরিপকার্যের ফলাফল দ্রুততার সাথে পত্রের মাধ্যমে বাংলাদেশকে অবহিত করবেন। উল্লেখ্য যে, উক্ত জমি ১৯৭৭ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশের স্থানীয় কৃষক কর্তৃক চাষাবাদের চেষ্টা করলে বিভিন্ন সময়ে বিএসএফ কর্তৃক বাধা প্রদান করা হয়। এ প্রেক্ষিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত আজকের পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘ ৪৫ বছরের বিরোধপূর্ণ প্রায় এক একর জমির মালিকানা বাংলাদেশ ফেরত পায়।
এ সময় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় অধিনায়ক একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন