আতশবাজির বিকট শব্দে আতংকিত হয়ে গরম পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

আতশবাজির বিকট শব্দে আতংকিত হয়ে  গরম পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দের মাঝে কিশোরগঞ্জের ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। আতশবাজির বিকট শব্দে আতংকিত হয়ে মায়ের কাছে দৌড়ে যাওয়ার সময় গরম পানিতে পড়ে যায় দুই বছরের শিশু ইউসুফ! পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ইউসুফ স্থানীয় ডিসলাইন ব্যবসায়ী আলমগীর মিয়ার নাতি ও তার বাবার নাম হৃদয় মিয়া।

এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর মাঝে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ভৈরবপুর উত্তরপাড়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘনবসতি এলাকায় সরু গলিতে সন্ধ্যা থেকে ছোট বড় আতশবাজি ও পটকা ফুটানো শুরু হয়। সন্ধ্যা ৬টার দিকে বিরতিহীন ভাবে ফুটানো আতশবাজির শব্দে আতংকিত হয়ে পড়ে শিশু ইউসুফ।

এ সময় শিশুটির মা নিজেদের পারিবারিক রান্নাঘরে গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। তখন ইউসুফ ভয় পেয়ে তার মায়ের কাছে দৌড়ে যাওয়ার সময় পা পিছলে রান্নাঘরের পাতিলে রাখা গরম পানিতে পড়ে যায়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে পাচঁদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে সে মারা যায়। আজ শুক্রবার বাদ জুম্মাবার ভৈরবপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password