যোগ করা সময়ের গোলে জিতল পিএসজি

যোগ করা সময়ের গোলে জিতল পিএসজি
MostPlay

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের ফুটবলে সবচেয়ে তারিকবহুল ক্লাব পিএসজি। নেইমার , এমবাপ্পেতো আগে থেকেই ছিলেন এবার মেসিকে দলে ভিরিয়তে দলকে করেছে আরও সমৃদ্ধ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ম্যাচ অপরাজিত থাকলেও খুব একটা ভালো করতে পারছে না পিএসজি। তাদের খেলায় ঠিক সৌন্দর্য খুঁজে পাচ্ছেন না সমর্থকরা। ছোট দলগুলোর বিপক্ষে যে অবস্থা, প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলকে পেলে কী অবস্থা হবে সেটা নিয়ে মরিসিও পচেত্তিনোর ভাবতে হবে। বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে লিগ আঁ-তে মেসের বিপক্ষে পয়েন্ট হরাতে বসেছিল পিএসজি। যোগ করা সময়ের গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। মেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি।

পিএসজির হয়ে এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। আগের ম্যাচে কিছুটা চোট পেয়েছিলেন। সে কারণে তাকে স্ক্যান করানোর জন্য বিশ্রাম দেওয়া হয় এই ম্যাচে। মেসিকে ছাড়া মেটজের মাঠে ম্যাচের ৫ মিনিটেই লিড নিয়েছিল পিএসজি। এ সময় হাকিমি তার প্রথম গোলটি করেন। তবে বিরতিতে যাওয়ার আগে ৩৯ মিনিটের সময় ম্যাচে সমতা ফেরায় মেটজ। এ সময় লামিনে গুয়ের ক্রসে হেড নিয়ে বল জালে জড়ান বওবাকর।

বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকেন নেইমার-এমবাপ্পে-ইকার্দিরা। তবে কেউই পিএসজিকে গোল এনে দিতে পারছিলেন না। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয়। যোগ করা সময়ে বদলে যায় চিত্র। ৯১তম মিনিটে অযথা বলে লাথি মেরে সময় ক্ষেপণের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মেসের ডিফেন্ডার ডিলান ব্রন। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন দলটির কোচও। আর ৯৫তম মিনিটে হামিকির ওই জয়সূচক গোল। নেইমারের পাসে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন গ্রীষ্মের দলবদলে পিএসজিতে যোগ দেওয়া মরক্কোর এই ডিফেন্ডার। উল্লাসে মাতে সফরকারীরা।

এ জয়ের পর সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। আর সাত ম্যাচ খেলে মাত্র ৩ ড্র পাওয়া মেস রয়েছে টেবিলে সবার নিচে।

মন্তব্যসমূহ (০)


Lost Password