শনিবার(৮এপ্রিল) কুমিল্লা সদর সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, সৈয়দ আহমেদ ফারুক। দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কুমিল্লা সদর সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বঙ্গবাজারের আগুন নিয়ে আমি খুব শোকাহত, আমি আমার নিজ উদ্যোগে ব্যবসায়ীদের ১০ লাখ টাকা, কুমিল্লা ব্যবসায়ী সমিতির ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এর ৫ লাখ টাকাসহ সর্বমোট ২৫ লাখ টাকা আগামী কাল রোববার আগুনে বঙ্গবাজারে খতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে তোলে দিব। এবং তিনি সকল বিত্তবানদের তাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন