কুমিল্লা সদর সমিতি ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

কুমিল্লা সদর সমিতি ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

শনিবার(৮এপ্রিল) কুমিল্লা সদর সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, সৈয়দ আহমেদ ফারুক। দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কুমিল্লা সদর সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বঙ্গবাজারের আগুন নিয়ে আমি খুব শোকাহত, আমি আমার নিজ উদ্যোগে ব্যবসায়ীদের ১০ লাখ টাকা, কুমিল্লা ব্যবসায়ী সমিতির ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এর ৫ লাখ টাকাসহ সর্বমোট ২৫ লাখ টাকা আগামী কাল রোববার আগুনে বঙ্গবাজারে খতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে তোলে দিব। এবং তিনি সকল বিত্তবানদের তাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password