নওগাঁর মান্দায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে একজন নিহত

নওগাঁর মান্দায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে একজন নিহত
MostPlay

নওগাঁর মান্দা উপজেলায় বেপরোয়া গতির ইটবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন।

আজ রবিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কানারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আকাশ মন্ডল (২৩)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের জিওল গ্রামের লালচান মন্ডলের ছেলে। ঘাটকৈর মোড়ে জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঁটা থেকে ট্রাক্টরে ইটবোঝাই করে চালক মামুনসহ শ্রমিক মারুফ ও আকাশ নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে কানারমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান।

এ সময় ট্রাক্টরের চালক মামুন ও আরেক শ্রমিক মারুফ পালিয়ে যান। নিহত আকাশের স্বজনরা জানান, আকাশ প্রতিদিনের মত সকালে খাওয়া-দাওয়া করে ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিকেলে দুর্ঘটনায় তাঁর মৃত্যুর সংবাদ জানা যায়। মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, নিহত আকাশের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password