নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে স্বাস্থ্যসেবা প্রচারণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপাহার ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দপ্তরের আয়োজনে স্বাস্থ কমপ্লেক্স ভবন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা.মুহা. রুহুল আমিন। ১৭ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্যখাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা এবং স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা সভায় আবাসিক মেডিকেল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সকল ডাক্তার, নার্স, আয়া সকল প্রকার কর্মকর্তা,কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
এর পূর্বে সাপাহার উপজেলা কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন