গত ১৭ জুন ২০২৩ ইং তারিখে বিভিন্ন অন লাইন নিউজ পোর্টাল ও জাতীয় প্রিন্ট পত্রিকায় “মান্দায় সরকারী রাস্তার গাছ কর্তন করেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা" শিরোনামে ১৪ জনের নাম উল্লেখ সহ অভিযোগের ভিত্তিতে যে সংবাদ প্রচার করা হয়েছে সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট ও ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত। উক্ত অভিযোগের ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ সময় তারা জানান, নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের শহর বাড়ি গ্রামের চলাচলের জন্য যে সরকারী কাঁচা রাস্তার (ডহর) আছে তার দুই পাশে “শহরবাড়ি রাধা- গোবিন্দ মন্দির কমিটি” দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে গাছ রোপন সহ পরিচর্যা ও দেখ ভাল করেন। বর্তমান মন্দির কমিটি সেই রাস্তায় নতুন করে আরও প্রায় ১৫০টি গাছ রোপন করে পরিচর্যা করে আসছে। এবং বিভিন্ন সময় মন্দিরের উন্নয়ন মূলক কাজে গাছগুলো ব্যবহার হয়ে আসছে। তারই ধারা বাহিকতায় মন্দিরের বর্তমান কমিটি মন্দিরের উন্নয়নের স্বার্থে বেশ কয়েকটি গাছ কর্তন করেন। যা সম্পূন মন্দিরের উন্নয়নের স্বার্থে তাই ১৪ জনের নাম উল্লেখ সহ যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেই সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন মন্দির কমিটি ও গ্রামবাসী। সেই সাথে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান মন্দির কমিটি সহ গ্রামবাসী।
গ্রামবাসী ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, বিগত ১১ বছর মন্দির কমিটির সভাপতি বাবু পরিমল কুমার প্রামানিক - পিতা মৃত-জগদীশ চন্দ্র প্রামানিক, ও তার সহযোগী গনেশ চন্দ্র মন্ডল পিতা - জীতেন্দ্রনাথ মন্ডল, রঞ্জন কুমার মন্ডল পিতা-মৃত মহেন্দ্রনাথ মণ্ডল, রনজিত প্রামানিক পিতা মৃত ব্রজেশ্বর প্রামানিক, অসীম ফৌজদার পিতা মৃত, অজিত ফৌজদার, নিখিল প্রামানিক পিতা মৃত নরেশ চন্দ্র প্রামানিক, মহিনী সাহা পিতা মৃত নেপাল সাহা। মন্দির কমিটির দায়িত্বে থাকা কালীন অন্যের সম্পত্তি জোর পূবক দখল, মন্দিরের ৫-৮ লক্ষ টাকা আত্মস্বার্থ, সহ বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে । যা মন্দির কমিটির অন্যান্য সদস্যরা প্রতিবাদ করলে মান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে দেন। এক বছর পরে আহ্বায়ক- কমিটি পূণাঙ্গ একটি কমিটি গঠন করেন।
যা বর্তমানে চলমান, এর পর থেকে পূর্বের উল্লেখিত সভাপতি বাবু পরিমল কুমার প্রামানিকের এর নেতৃছে বিভিন্ন ভাবে বর্তমান কমিটিকে বিতর্কীত এবং সমাজে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টায় এমন ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে বলে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন