নওগাঁর আত্রাই ভালোবাসা দিবস ঘিরে ফুল কেনার ধুম

নওগাঁর আত্রাই ভালোবাসা দিবস ঘিরে ফুল কেনার ধুম
MostPlay

আজ মঙ্গলবার পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এদিন অনেকে প্রিয়জনদের ফুল উপহার দেন। তাই ফুলের কদর বাড়ে। এ জন্য আগের দিনই ব্যস্ত হয়ে ওঠে ফুলের বাজার।

গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেললাইনের পাশে দেখা গেছে, ফুলের দোকানগুলোতে ভিড়। নির্ধারিত দোকানের বাইরে রাস্তার পাশে পসরা সাজানো হয়েছে। গোলাপ, রজনীগন্ধা, লিলি, গাঁদা, জিপসি, রঙ্গন, জারবেরা, কাঠমালতি, অর্কিডসহ অসংখ্য ফুল সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। এবার ফুল বিক্রি বেশি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নওগাঁর আহসানগঞ্জ ফুল বিক্রেতারা বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর বেচাকেনা অনেক ভালো।’ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে আজ মঙ্গলবার অনেক ফুল বিক্রির আশা করছেন তিনি। ফুল বিত্রেতা মো: জনি আহম্মেদ বলেন, আমি ১০/১২ বছর ধরে ফুল বিক্রি করি। বিশেষ দিনে বেশি বেচাকেনা হয়। ভালো লাভ হয়। এই দিনে ফুলের চাহিদা বেশি হওয়াই দাম একটু বেশি। কিন্তু বিশেষ দিন উপলক্ষে ক্রেতারা দাম একটু বেশি নিয়ে কোনো প্রশ্ন করে না। এ বছর ক্রেতার সংখ্যা বেশি। তাই বেশি লাভের আশা করছি।

আত্রাই মহিলা কলেজের শিক্ষার্থী সুমি আক্তার শিল্পী বলেন, দীর্ঘদিন পর একটা দিবসে হাঁফ ছেড়ে কিছুটা আনন্দ উপভোগের সুযোগ হয়েছে। তাই ফুল কিনতেছি। আজ মঙ্গলবার শাড়ি পরে বন্ধুদের সাথে বের হয়েছি। এই ফাল্গুনে অন্তরের প্রত্যেকটি বেদনা পুড়ে যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password