মান্দায় রাতের আঁধারে প্রায় ২০০টি ইউকলেপ্টাস গাছ কেটেছে দুর্বৃত্তরা

মান্দায় রাতের আঁধারে প্রায় ২০০টি ইউকলেপ্টাস গাছ কেটেছে দুর্বৃত্তরা
MostPlay

মোঃ সজিব রহমান, মান্দা, নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পারনুরুল্যাবাদ মন্ডল পাড়া গ্রামের মৃত নূ্র উদ্দীনের ছেলে মোঃ নবী উদ্দীন মন্ডল, (৮০)নজরুল ইসলাম(৭২) এনামুল হক (৬৮)সামসদ্দীন মন্ডল (৬২)নামের কৃষকদের বাগান থেকে রাতের আঁধারে ইউকলিপ্টাস গাছের প্রায় ২০০টি চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ই আগষ্ট) ২০২২ ইং তারিখে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সুত্রে জানা যায়। দেড় থেকে দুই বছর আগে পৈতৃক সম্পত্তির ৩ বিঘা জমিতে ইউকলেপটাস গাছ রোপণ করে। কিন্তু প্রায় দেড় বিঘার মতো জমিতে প্রায় ২০০ ইউকলেপটাস গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলে দুর্বৃত্তরা। সরেজমিনে দেখা গেছে, বাগানের প্রায় সব গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছগুলোর গুড়া থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে। আর বাকিগুলোও বাঁচার সম্ভাবনা নেই।

ভুক্তভোগী বলেন , অনেক কষ্টে পরিচর্যা করে গাছগুলো বড় করেছি। কিন্তু রাতের আঁধারে কারা যেন আমার সব গাছ কেটে ফেলেছে। গত দুই বছর যাবত নিরলসভাবে গাছগুলি পরিচর্যা করে আসছি। আমার প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিগত সময়ে আমাদের বাগানের গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা করলে থানায় অভিযোগ করলে, বিবাদী গন সামাদ,নমির উদ্দিন, মেজাত আলী ৩৯,৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করে মিমাংসা হয়। বর্তমানে বিবাদিগন পুনরায় জমি দখলের চেষ্টা করাই তারাই ক্ষতি করতে পারে বলে অভিযোগ এনেছে ভোক্তভোগী। এ ব্যাপারে দুর্বৃত্তদের সঠিক ভাবে চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান। রাতের আঁধারে বাগানের ইউকলেপটাস গাছ কর্তণ করায় উপজেলার স্থানীয় বাগানের কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password