সম্প্রতি একটি ম্যাগাজ়িনের জন্য নগ্ন ফোটোশুট করে শোরগোল ফেলে দিয়েছেন রনবীর সিংহ। কিন্তু ভারতের বেশির ভাগ মানুষ তাঁর সাহসিকতার প্রশংসা করছে। বলা হচ্ছে, এরকম দম একমাত্র রণবীরই দেখাতে পারেন। রণবীরকে বাহবা জানাচ্ছেন মিমি চক্রবর্তীও। তবে সেই সঙ্গে তিনি তুলেছেন একটি ন্যায্য প্রশ্নও।
এই একই শুট যদি কোনও নায়িকা করতেন, তা হলে কি এভাবেই সকলে তাঁর সাহসিকতার প্রশংসা করতেন? মিমির মতে, প্রশংসা তো দূরের কথা, সেই মহিলার চরিত্রহনন করা শুরু হত, সোজা ভাষায় বলা হত তিনি চরিত্রহীন। এই লিঙ্গবৈষম্য নিয়ে ক্ষুব্ধ মিমি। কোনও মহিলা যদি স্বেচ্ছায় নগ্ন হন, তা হলে কেন তাঁকে নিন্দিত হতে হবে? এদিকে বাংলাদেশের বেশির ভাগ নেটিজেন রনবীরের এসব ছবি নিয়ে সোশাল-মিডিয়ায় তার কুরূচির তীব্র নিন্দা ও উপহাস শুরু করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন