বগুড়ায় ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ছাড়পত্র ছাড়াই চলছে মজুমদার প্রোডাক্ট

বগুড়ায়  ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ছাড়পত্র ছাড়াই চলছে মজুমদার প্রোডাক্ট

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ছনকায় ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির উল্লেখ করা হয়েছে, মজুমদার প্রোডাক্টস লিমিটেডের ফায়ার সার্ভিসের হালনাগাদ লাইসেন্স নেই। ২০২২ সালের ২৩ এপ্রিলের পর থেকে পরিবেশ ছাড়পত্রের নবায়ন নেই। চার জনের মৃত্যুর ঘটনায় রফতানিমুখী পণ্য ‘স্বর্ণা’ ব্র্যান্ডের চালের কুঁড়ার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে তদন্ত কমিটি। তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের সুপারিশ করেছে।

বুধবার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জেহাদীর কাছে প্রতিবেদন দাখিল করেছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ছিলেন শেরপুর উপজেলা প্রকৌশলী আবদুল মজিদ প্রতিবেদন দাখিল করলেও জেলা প্রশাসকের কার্যালয়ে দাফতরিক সভায় থাকার কারণে প্রতিবেদনে কী কী সুপারিশ করা হয়েছে, তা এখনও বিস্তারিত জানতে পারিনি। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সুপারিশ অনুযায়ী কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদনসহ চিঠি পাঠানো হবে।’ অদক্ষ জনবল দিয়ে কারখানা পরিচালনা করায় তাদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার দায় কারখানা কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না। ১৯৬ জন শ্রমিক-কর্মচারী নিয়োজিত এ কারখানায় ইটিপির অনলাইন মনিটরিং কার্যক্রম নেই। কারখানা থেকে তরল বর্জ্য পাইপের মাধ্যমে নদীতে ফেলে পানিদূষণ করা হচ্ছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কারখানার কার্যক্রম চালিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে।

এ প্রতিষ্ঠানের শ্রমিকেরা কারখানায় মেরামতের কাজ করছেন। কারখানা চালু রাখার বিষয়টি ওই প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছিল। ঝালাইয়ের শ্রমিকদের সতর্ক করা এবং তাদের কাছে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করার দায়িত্ব ছিল এমজি মেটালের।

মন্তব্যসমূহ (০)


Lost Password