নওগাঁ দীপাবলির শুভেচ্ছা জানালেন জেলা মহিলা আ'লীগের সাধারন সম্পাদক লিপি সাহা

নওগাঁ দীপাবলির শুভেচ্ছা জানালেন জেলা মহিলা আ'লীগের সাধারন সম্পাদক লিপি সাহা
MostPlay

দেশ বাসীকে দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক লিপি সাহা।

আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধায় নওগাঁ শহরের শ্রী শ্রী বুড়া কালী মুন্দিরে পুজা দিতে এসে তিনি বলেন, দরজায় কড়া নাড়ছে দীপাবলি। হিন্দুদের সবথেকে বড়ো এবং জনপ্রিয় উৎসব হলো দীপাবলি যা আলোর উৎসব নামেও পরিচিত। চারপাশে আলোর এবং আনন্দের উৎসব। দীপাবলির আরেক নাম দেওয়ালি। মানুষ এই দিনে তার আপনজনদের শুভ দীপাবলি শুভেচ্ছা জানায়। দীপাবলি হল রঙিন আলো এবং মিষ্টির উৎসব যেখানে মানুষ লক্ষ্মী এবং গণেশকে ধনী এবং সমৃদ্ধের জন্য উপাসনা করেন।

দীপাবলির দিনে বাঙালিরা কালীপুজা করেন। এই দিনে প্রত্যেক বাড়িগুলি লাইট এবং প্রদীপ দিয়ে সাজানো হয়। দীপাবলির দিন গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সকলের বাড়িতেই একটু অন্য রকম আনন্দ, উন্মাদনা ও উৎসাহ থাকে। এই দিন সকলের বাড়ি সেজে ওঠে দীপাবলির খুশির আলোতে। আতশবাজি আর আলোয় সেজে ওঠে সারা দেশ। কিন্তু এই বছর আতশবাজি নিয়ে হাই কোর্টের নির্দেশের কারণে দীপাবলির আনন্দেতে কিছুটা ভাটা পড়েছে।

তবে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিজন সহ দেশবাসিকে জানায় ভালোবাসা ও শুভ কামনায় ভরা শুভ দীপাবলির শুভেচ্ছা।

মন্তব্যসমূহ (০)


Lost Password