৭ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই

৭ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই
MostPlay

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অগ্নিকাণ্ডে স্তূপ করা ৭ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর মধ্যে পুড়ে ছাই হয়েছে বিপুল পরিমাণ পাটখড়ি।

সিগারেটে আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রেপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লৌহজং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোয়ালীমান্দ্র বাজার এলাকায় বিক্রির জন্য ২০ শতাংশ জমিতে ৭ লক্ষাধিক টাকার পাটখড়ি স্তূপ করে রেখেছিল বিক্রেতারা। আজ সকালে স্তূপের একটি অংশ থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো স্তূপে।

এ সময়ে আগুনে পুড়ে যায় বিক্রেতা অহিদুল গাজী, জৈনদ্দিন শেখ, রফিক ও চাঁন মিয়ার স্তূপ করে রাখা পাটখড়ি। এতে ৭ থেকে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও শ্রীনগরের ফারার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা, সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় বিপুল পরিমাণ পাটখড়ি পুড়ে গেছে, তবে আগুনে আশপাশের দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password